জোহরা খানমের মৃত্যুতে শেখ হাসিনার শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমানের ছোট বোন, ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক ওয়াদিজ্জামান লিখনের মা জোহরা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন জোহরা খানম। তার মৃত্যুতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রীর পাশাপাশি অপর এক বার্তায় শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মৃত্যুকালে জোহরা খানমের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এফএইচএস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।