করোনা ঠেকাতে গণসংযোগ নয়, জনসচেতনতায় জোর বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৯ মার্চ ২০২০

দেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচলিত প্রচারণার বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনতা তৈরিতে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমিতে নির্বাচনী প্রতীক হাতে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সোমবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ চলমান আছে। প্রতীক পাওয়ার পর তারা নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

jagonews24

এমবিবিএস ডিগ্রিধারী এ মেয়র প্রার্থী বলেন, ‘এই মুহূর্তের সবচেয়ে বড় কনসার্ন হলো করোনাভাইরাস। তাই নির্বাচনী প্রচারণায় করোনা প্রতিরোধকে প্রাধান্য দেয়া প্রয়োজন। এ ক্ষেত্রে যতটা পারা যায় অতিরিক্ত গণসংস্পর্শ এড়াতে হবে। জন সচেতনতা তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘করোনা সামলাতে আমরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচারে ব্যবহার করব। এছাড়া জনগণকে সচেতন করতে প্রচারণা চালাব। কোনোভাবেই আতঙ্ক তৈরি করা যাবে না। আইইডিসিআর নিয়মিত রক্ত পরীক্ষা করবে বলে জনগণকে জানাতে হবে।’

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘করোনা থেকে নিজেদের বাঁচাতে ও অন্যকে রক্ষা করতে আমরা জমায়েত এড়িয়ে ছোট ছোট পিকআপে করে এলাকায় এলাকায় দূর থেকে নির্বাচনের প্রচারণা চালাব। একই সাথে সব ধরনের ক্লোজ কনট্যাক্ট থেকে দূরে থাকব।’

মেয়রদের হাতে প্রতীক বরাদ্দ দেয়ার আগে রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আপনারা এখান থেকে প্রতীক নিয়ে মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না। করলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনাদের আইনের আওতায় আনবেন। তবে নির্বাচনী এলাকায় গিয়ে প্রচার চালাতে পারবেন।’

jagonews24

তিনি আরও বলেন, ‘দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে আপনারা প্রচার করতে পারবেন। এই নির্দিষ্ট সময়ের আগে ও পরে মাইক বাজালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়াসহ প্রার্থিতা বাতিলের জন্য আমরা নির্বাচন কমিশনকে সুপারিশ করব।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম, ধানের শীষ প্রতীক পেয়েছেন ডা, শাহ্দাত হোসেন।

আবু আজাদ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।