সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি করোনায় আক্রান্ত
সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আমিনুল কামাল রুমি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি আছেন তিনি।
রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, কমরেড আমিনুল কামাল রুমি একজন বরেণ্য রাজনীতিবিদ। জীবনের সিংহভাগ সময় তিনি বাম গণতান্ত্রিক রাজনীতিতে ব্যয় করেছেন। সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে পাশে থেকেছেন। রুমির এই দুঃসময়ে সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডা. সামছুল।
এছাড়া বিবৃতিতে আমিনুল কামাল রুমির সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এইচএস/এমএসএইচ/এমএস