বিজয়ের মাসের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:০৬ এএম, ০১ ডিসেম্বর ২০২০

মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার প্রথম প্রহরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবুর নেতৃত্বে সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।

শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ নম্বরস্থ জাতির পিতার বাসভবনের উদ্দেশ্যে আলোর মিছিল করে। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কর্মসূচি শেষ করে।

al

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতাবিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না। এই বিজয়ের মাসে আমরা মুক্তিযুদ্ধের এই বিরোধী শক্তি প্রতিহত করব। তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে স্বেচ্ছাসেবক লীগ।

আল সাদী/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।