করোনায় আক্রান্ত ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল আহসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড কামরুল আহসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতন তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি তার আশু রোগ মুক্তি কামনা করেছেন।

এসএম/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।