প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
ছবি : মাহবুব আলম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ চলছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেন। এসময় নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে উত্তেজনা দেখা দেয়।

jagonews24

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

jagonews24

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল ১০টা থেকেই বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এতে করে পল্টন থেকে শাহবাগমুখী বাস চলাচল বন্ধ রয়েছে। এসময় পল্টন ও সেগুনবাগিচা এলাকায় হেঁটে যাতায়াতকারী জনসাধারণ ও সাংবাদিকরা পুলিশের বাধার মুখে পড়েন।

সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফুটপাতের হকারদেরও দোকান গুটিয়ে নিতে দেখা যায়।

এওয়াইএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।