৬০ শতাংশ বাসভাড়া বৃদ্ধি অযৌক্তিক : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ৩১ মার্চ ২০২১

করোনাভাইরাসের কারণ দেখিয়ে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বুধবার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে অর্ধেক যাত্রী নেয়ার কারণ দেখিয়ে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির ঘোষণা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তের ফলে করোনার এই দুর্যোগে সাধারণ মানুষের ভোগান্তি কেবল আরও বৃদ্ধি পাবে।

এতে আরও বলা হয়, বাসে অর্ধেক যাত্রী নেয়ার সিদ্ধান্তও বাস্তবে কার্যকর হয় না। অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশনাও বাস্তবায়িত হয় না। বাসের ভাড়া বৃদ্ধির ঘোষণা পর্যালোচনা করে তা আরও কমিয়ে আনার দাবি জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদ-বিক্ষোভে হতাহতের দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলেও দাবি করা হয় বিবৃতিতে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

এসইউজে/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।