কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৫ জুলাই ২০২১
ফাইল ছবি

করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি এসব পরিবারের তালিকা তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘করোনায় এক বছরে দেশের প্রায় ১৫ শতাংশ মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। সংখ্যায় তা প্রায় ২ কোটি ৪৫ লাখ। আর আগে থেকে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন আরও কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী সে সংখ্যাও সাড়ে তিন কোটির কম নয়। পিপিআরসি ও ব্র্যাকের সাম্প্রতিক গবেষণা জরিপ এসব তথ্য জানিয়েছে।’

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। দ্বিতীয় ধাক্কায় দারিদ্র্য হার আরও বৃদ্ধির আশঙ্কা আছে। দারিদ্র্য হার বৃদ্ধির প্রধান কারণ মানুষের কর্মহীনতা ও আয় কমে যাওয়া। লকডাউনের কারণে এসব পরিবারের সদস্যরা কাজের জন্য বের হতে পারছে না। দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে খাবারের মজুদ থাকে না। এ অবস্থায় তারা চরম কষ্টে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিশু খাদ্য প্রয়োজন অনেক পরিবারে। এমন অবস্থায় কর্মহীনদের পরিবারে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। যথাযথ তালিকা করে দরিদ্রদের মাঝে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।’

এসএম/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।