সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিতের শারীরিক অবস্থার উন্নতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ এএম, ০৫ আগস্ট ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বুধবার (৪ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জাগো নিউজকে বলেন, ‘উনি ভালো আছেন। রাতের খাবার খেয়ে শুয়েছেন।’

এদিকে মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও তার ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘মুহিত ভাই গতকালের চেয়ে ভালো আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি রাতে স্বাচ্ছন্দ্যে খাবার খেয়েছেন ও বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখেছেন। এখন ঘুমানোর চেষ্টা করছেন।’

সাবেক অর্থমন্ত্রীর বিষয়ে যেকোনো অসত্য তথ্য পরিহারেরও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২৪ জুলাই করোনায় আক্রান্ত হন ৮৭ বছর বয়সী আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। ওই সময় তিনি তার বনানীর বাসায় আইসোলেশনে ছিলেন। জটিলতা এড়াতে তাকে ২৮ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবশ্য, গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) করা টেস্টেও তার করোনা পজিটিভ আসে।

এসইউজে/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।