বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টার দিকে ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে, রোববার বেলা ১১টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিত বিদ্রোহী নেতাকর্মীদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে সোমবার থেকে করা হবে। রোববার বিদ্রোহী নেতাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।