বিএনপি নেতা ফারুকের স্ত্রী-কন্যা করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১
জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী ও কন্যা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয়নুল আবদিন ফারুক তার স্ত্রী কানিজ ফাতেমা, কন্যা তামান্না ফারুক থিমা ও নাতনিকে নিয়ে গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। যাওয়ার আগে তারা সবাই কোভিড-১৯ এর দুই ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন। সেখানে যাওয়ার কয়েকদিন পরই তার স্ত্রী ও কন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কানিজ ফাতেমাকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির খান আরও বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে জয়নুল আবদিন ফারুক নিজে দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তিনি বেশ কিছুদিন এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য পরিবারের সবাইকে নিয়ে নিউইয়র্কে যান। তিনি তার পরিবারের সদস্যদের সবার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কেএইচ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।