এমপি সিরাজ সস্ত্রীক করোনা আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২২
সংসদ সদস্য গোলাম মো. সিরাজ/ফাইল ছবি

বগুড়া-৬ আসনের (সদর) বিএনপি দলীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ ও তার স্ত্রী শাহনাজ সিরাজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, চিকিৎসকের পরামর্শে তারা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সবার কাছে দোয়াও চেয়েছেন তারা।

কেএইচ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।