ছুটির দিনে খোলা মার্কেট বসানোর উদ্যোগ গ্রহণের আহ্বান


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা দুই সিটি কর্পোরেশন মেয়রের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ফুটপাতে হকারদের কারণে সাধরণ পথচারির চলাচলে সমস্যা না হয় সেই উদ্যেগের পাশাপশি গরিব হকারদের যেন পেটে লাথি না পরে সে দিকেও লক্ষ্য রাখবেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত `জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যহত রাখতে হকার উচ্ছেদ নয়, হাকার পূর্নবাসব চাই` শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, ফুটপাত থেকে হাকার উচ্ছেদ করুন এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহন করুন। সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রাথমিক ভাবে ৫০ এবং পরবর্তিতে ১০০ টি স্থানে ছুটির দিনে খোলা মার্কেট বসানোর উদ্যেগ নিতে পারে।

আওয়ামী লীগ সরকার এমন কিছু করবে না যাতে করে গরিব মানুষের ক্ষতি হয় এমন মন্তব্য করে তিনি বলেন, দেশে আরো অনেক দল আছে যারা খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করে না। তারা শুধু বুর্জুয়া শ্রেণির প্রতিনিধিত্ব করে। যেমন বিএনপির কেন্দ্রীয় কমিটির দিকে লক্ষ্যে করলে দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা তাদের সদস্য।

বিএনপির কাউন্সিল স্বাগত জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপির কিছু নেতারা বলেছেন সরকার না কি তাদের কাউন্সিল বন্ধ করতে চায়, আমি স্পষ্ট করে বলতে চাই আমারা তাদের কাউন্সিল বন্ধ করতে চাই না। যে দল চেয়ারে বসা নিয়ে নিজেদের কার্যালয়ে মারামারি করতে পারে, আবার যে দলে আসল  আর নকল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি হয়। সে দলের কাউন্সিল অন্য কাউকে বন্ধ করতে হয় না।

বিএনপির নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে  তিনি বলেন, যে হাতে মানুষ পোড়ানোর গন্ধ, যে হাতে মানুষের রক্ত লেগে আছে তাদেরকে বাদ দিয়ে দলকে ঢেলে সাজান।

সংগঠনের সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্ব আলোচনা সভায় সাধরণ সম্পাদক জাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক ইয়ার আলী ইয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।