শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ, বসার জায়গা নিয়ে হট্টগোল
রাজনৈতিক সভা-সমাবেশে হামলা বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সমাবেশ। তবে সমাবেশের এক পর্যায়ে বসার জায়গা নিয়ে নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর উঠে এসে পরিস্থিতি শান্ত করেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু হয়। এরপর হট্টগোল শুরু হলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নেতাকর্মীদের শান্ত হতে বলেন।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ সাত দলীয় জোটের নেতারা উপস্থিত আছেন।
কেএইচ/কেএসআর/এএসএম