ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এলডিপির দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৯ অক্টোবর ২০২২
এলডিপির দোয়া মাহফিল

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে এলডিপি। রোববার (৯ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ওলামাদল এ কর্মসূচির আয়োজন করে।

এসময় এলডিপির প্রেসিডেন্ট ড. অলি আহমদ বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম, ড. আওরঙ্গজেব বেলাল, ড. নিয়ামূল বশির, অ্যাডবোকেট এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অলি আহমদ বলেন, হজরত মুহাম্মদ (সা.) হলেন সব মানুষের নবী, বিশ্বনবী। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায়, দেশ-কাল নির্বিশেষে তিনি হলেন সব মানুষের জন্য মহান আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ; যিনি বিশ্বমানবতার জন্য সর্বোত্তম আদর্শের প্রতীকও বটে। মানবজীবনের সব দিক ও বিভাগে যাকে অনুসরণ করলে মহান আল্লাহ তা’আলার নৈকট্য ও ভালোবাসা অর্জিত হবে, তিনি হলেন সেই সর্বোত্তম আদর্শের নমুনা বিশ্বনবী মুহাম্মদ (সা.)।

কেএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।