নাটকীয় ম্যাচে তামিমের হার
পাকিস্তান সুপার লিগে তামিম ইকবালের পেশোয়ার জালমির বিরুদ্ধে এমন নাটকীয় জয় পেয়েছে লাহোর কালান্দার্স। শেষ ওভারে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে লাহোর কালান্দার্সের কাছে ৪ রানে হেরে গেছে তামিম-আফ্রিদিদের পেশোয়ার।
শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করে লাহোর। সর্বোচ্চ ৬১ বলে ৭৮ রান করেন ক্যামেরন দেলপোর্ট। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান আসে উমর আকমলের ব্যাট থেকে। ২৫ রান করেন দলীয় অধিনায়ক আজহার আলী। আর এই ম্যাচেও সুপার ফ্লপ ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। নিজের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। পেশোয়ারের পেসার জুনাইদ খান সর্বোচ্চ ২ উইকেট নেন।
লাহরের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পেশোয়ারের। দলীয় ২৮ রানে ব্যক্তিগত ৯ রানেই সাজঘরে ফেরেন হাফিজ। এরপর কামরান আকমলের সঙ্গে ব্যাট চালাতে থাকেন পিএসএলে দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল। তবে ২২ বলে ৩০ রান করে তিনি ফেরেন দেলপোর্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। তামিমের বিদায়ের পর বেশীদূর আগাতে পারেননি কামরান আকমল। ২০ বলে ১৮ রান করে তিনি তামিমের মতো দেলপোর্টের শিকার। ব্যর্থ হয়েছেন অধিনায়ক শহিদ আফ্রিদিও। ছয় বলে নয় করে তিনিও দেলপোর্টের বলে উমরের তালুবন্দী।
তবে পঞ্চম উইকেটে আশার পালে জোর বাতাস লাগান মালান ও শহিদ ইউসুফ। এই জুটি দলকে টেনে নিয়ে যান ১৩৫ রানে। ১১ বলে ১৬ রান করে রান আউটের শিকার ইউসুফ। তবে ৩৫ বলে ৩২ রান করে দলকে জয়ের আশা ভালোমতোই দেখান ডেভিড মালান। কিন্তু শেষ অবধি পারেনি পেশোয়ার। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ওয়াহাব রিয়াজ। কিন্তু তার ব্যাট থেকে আসে ১১ রান। ফলে ৪ রানের হার নিয়েই মাঠ ছাড়ে পেশোয়ার। লাহোরের হয়ে তিনটি করে উইকেট নেন কুপার ও দেলপোর্ট।
এমআর/আরআইপি