ক্রুয়েফের মত মেসির অদ্ভূত পেনাল্টি! (ভিডিও)
কতটা নিঃস্বার্থ হলে এমন গোলের সুযোগও নিজে থেকে ছেড়ে দেন কোন ফুটবলার! লিওনেল মেসির জন্য বিষয়টা যেন খুব সহজই হয়ে গেছে। কিছুদিন আগেও নিজের হ্যাটট্রিকের সম্ভাবনা সত্ত্বেও একটি গোল করিয়েছিলেন নেইমারকে দিয়ে। এবার হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে থাকা লুইস সুয়ারেজকে বঞ্চিত করেননি মেসি। বরং, পেনাল্টি নিতে গিয়ে কৌশলে গোলটা করালেন সুয়ারেজকে দিয়ে। ফলে হ্যাটট্রিক পূরণ হয়ে গেলো উরুগুইয়ান এই স্ট্রাইকারের। মেসির নেয়া অদ্ভূত এই পেনাল্টি কিকটাই এখন টক অব দ্য ফুটবলে পরিণত হয়েছে।
ন্যু ক্যাম্পে চলছিল সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় বার্সার ম্যাচ। ৮১তম মিনিটের খেলা চলছিল। এ সময় নিজেদের ডি বক্সে মেসিকে ফেলে দেন সেল্টা ভিগো ডিফেন্ডার কাস্ত্রো। পেনাল্টি কিক নিতে আসেন মেসি। কিন্তু এ সময় অদ্ভূত কাণ্ড করে বসেন বার্সার আর্জেন্টাইন তারকা। স্পট কিক নেয়ার জন্য দৌড়েও এসেছিলেন তিনি; কিন্তু শট না নিয়ে মেসি বলে দিলেন আলতো টোকা। দৌড়ে এসে জোরালো শট নেন সুয়ারেজ। তাতেই সেল্টা ভিগোর জালে বলটা জড়িয়ে দেন লুইস সুয়ারেজ। হ্যাটট্রিক পূরণের আনন্দে মেতে ওঠেন উরুগুইয়ান এই তারকা।
তবে মেসিই প্রথম নয়। একইরকম অদ্ভূত গোল করেছিলেন বার্সা কিংবদন্তী ইয়োহন ক্রুয়েফ। ১৯৮২ সালে আয়াক্সের এক ম্যাচে পেনান্টিতে জোরে শট না নিয়ে বলে টোকা দিয়ে সতীর্থ ইয়েসপার ওলসেনকে দেন ক্রুয়েফ। ওলসেন গোলরক্ষককে বোকা বানিয়ে বল ফেরত পাঠালে তা জালে ঠেলে দেন ক্রুয়েফ নিজেই।
নিঃস্বার্থ এবং এমন অদ্ভূত গোলের কারণে অভিনন্দিত হয়েছেন মেসি। যদিও এমন গোলের পরিকল্পনা এবং অনুশীলন আগে থেকেই করেছেন বার্সা ফুটবলাররা। নেইমারই জানিয়েছেন, ‘এভাবে গোল করার জন্য আমরা অনুশীলন করেছি। যদিও গোলটা আমার করার কথা ছিল। তবে সুয়ারেজ কাছাকাছি থাকায় সেই দৌড়ে আগে এসেছে এবং গোলটা করতে পেরেছে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের কৌশলটা কাজে লেগেছে। আমরা একের অপরের শুভাকাংখী এবং আমাদের বন্ধুত্বটাই আসল।’
কোচ লুইস এনরিকে জানতেন ক্রুইফ এমন গোল করেছিলেন। মানুষ পছন্দ করুক আর না করুক, মেসিদের এমন কাণ্ডে তিনি নিজে কিন্তু খুশি। এনরিকে বলেন, ‘আমরা সবাই ক্রুইফের গোল মনে রেখেছি। যদিও আমি এ রকম করার সাহস করতাম না। কেউ এটা পছন্দ করবে; কেউ করবে না; কিন্তু বার্সেলোনার খেলোয়াড় এবং সদস্য হিসেবে শিরোপা জেতা ছাড়াও দুর্দান্ত কিছু করে আমরা আমাদের খেলাটা উপভোগের চেষ্টা করি।’
আইএইচএস/আরআইপি