শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি দেবে সরকার


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, কাউন্সিলের জন্য আমরা ভেন্যু চেয়েছি। এখনো আমরা পাইনি। সরকার বিএনপিকে ঝামেলায় ফেলতে চায়। হয়তো শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি দেবে।

বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

এসময় কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জন গোমেজ, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ওলিয়ার রহমানসহ তাঁতী দলের নেতারা উপস্থিত ছিলেন।

এর অাগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এমএম/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।