জোড়া সেঞ্চুরিতে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়াও


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ক্রাইস্টচার্চ টেস্টটাকে পুরোপুরি ব্রেন্ডন ম্যাককালামের হতে দিচ্ছে না অস্ট্রেলিয়া। একে তো টানা ১০০টিরও বেশি টেস্ট খেলা ম্যাককালামের বিদায়ী ম্যাচ এটি, তারওপর- ক্যারিয়ারের শেষ টেস্টে এসে যে কীর্তি তিনি গড়েছেন ৫৪ বলে সেঞ্চুরি করে, তাতে কিউই এই ব্যাটসম্যান যে দেশটির সর্বকালের সেরা বিবেচনা হবেন তাতে কোন সন্দেহ নেই। সেই ম্যাককালামের টেস্টটাতে ভাগ বসিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জবাব দিচ্ছে সফরকারীরা।

জো বার্নস আর স্টিভেন স্মিথের সেঞ্চুরির ওপর ভর করে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ চার উইকেট হারিয়ে ৩৬৩ রান। নিউজিল্যান্ডের চেয়ে আর মাত্র ৭ রান পিছিয়ে অস্ট্রেলিয়া। তবে, তৃতীয়দিন সকালেই যে লিড নিয়ে নেবে অসিরা, তাতে আর সন্দেহ নেই। বরং, লিডটা কতদুর নিয়ে যায় তারা, সেটাই এখন দেখার বিষয়।

টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ম্যাককালাম আগেরদিনই গড়েছেন। তার ৭৯ বলে ১৪৫ রানের ইনিংসের ওপর ভর করেই প্রথম দিন নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৭০। দিনের প্রায় ২৪ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে ওয়ার্নারের উইকেট হারালেও বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া।

১ উইকেটে ৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উসমান খাজাকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলার ইঙ্গিত দেয় কিউই বোলার ট্রেন্ট বোল্ট। কিন্তু জো বার্নস আর স্টিভেন স্মিথের ইস্পাত-দৃঢ় জুটিই বাঁচিয়ে দেয় অসিদের। বরং, লিড নেয়ার পর্যায়ে চলে আসে তারা। তৃতীয় উইকেটে ২৮৯ রানের জুটি গড়েন তারা দু’জন।

ক্যারিয়ারে ১০ম টেস্ট খেলতে নেমে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন জো বার্নস। ৩২১ বল মোকাবেলা করে ১৭০ রান করে আউট হন তিনি। স্টিভেন স্মিথ করেন ১৪তম সেঞ্চুরি। ২৪১ বলে ১৩৮ রান করে আউট হন তিনি। ৩৫৭ রানে চতুর্থ উইকেট পড়ার পর অবশ্য অস্ট্রেলিয়াকে আর বিপদে পড়তে হয়নি। দ্বিতীয় দিন শেষে অসিদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৬৩। উইকেটে অ্যাডাম ভোজেস ২ রানে এবং নাথান লায়ন ৪ রানে। ২টি করে উইকেট নেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং নেইল ওয়াগনার।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।