শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের মাথা খারাপ হয়ে গেছে: দুদু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

বিএনপিসহ ৩৩টি দল শান্তিপূর্ণভাবে যুগপৎ আন্দোলন করছে। এতেই ‘বর্তমান সরকারের মাথা খারাপ হয়ে গেছে’-মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বর্তমান সরকার ১৪ এবং ১৮ সালের মতো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। সরকার ক্ষমতা আসার আগে ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে ওয়াদা করেছিল, ঘরে ঘরে চাকরি দেবে বলে ওয়াদা করেছিল এর একটিও তারা মানেনি।’

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারসহ গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ মানববন্ধনের আয়োজন করে।

আরও পড়ুন>>> নির্বাচন ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি-জাতীয় পার্টি!

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘এক সময় যারা কেয়ারটেকার সরকারের আন্দোলনের নামে সারা বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করেছিল, তখন খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। সে সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, তথাকথিত বামপন্থি সংগঠিত হয়ে এমন কোনো অপকর্ম নেই, এমন কোন নাশকতা নেই তারা করেনি। এতে প্রমাণিত হয় তাদের রাজনীতি হচ্ছে ক্ষমতার রাজনীতি।’

ক্ষমতাসীন দলের উদ্দেশ্য করে দুদু বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে যেরকম ভাবে গণতন্ত্রের কথা বলে এরকম গণতন্ত্রের কথা মনে হয় আর কেউ বলে না। ক্ষমতায় যাওয়ার পরে আগের সব কথা ভুলে যায়।’

আরও পড়ুন>>> বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তনে কাজ করবে: গয়েশ্বর

তিনি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য। এজন্য যুদ্ধ হয়েছে এক সাগর রক্ত মানুষ দিয়েছে।’

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্রের সঙ্গে যে যখন প্রতিযোগিতা করেছে পাকিস্তান আমলে তারা সামরিক শাসক হোক, কর্তৃত্ববাদী শাসক হোক, স্বৈরাচারী হোক গণতন্ত্রের কাছে তারা পরাজিত হয়েছে। সেজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, মামলা থেকে নেতাকর্মীরা মুক্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।’

আরও পড়ুন>>> আগামীর দিন বিএনপির দিন: দুদু

এসময় গ্রেফতার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তি দাবি জানান শামসুজ্জামান দুদু। পাশাপাশি বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যে সব মামলা রয়েছে তা প্রত্যাহার করার দাবিও জানান তিনি।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুকসহ ঢাকা উত্তর দক্ষিণ মৎস্যজীবী দলের নেতারা বক্তব্য দেন।

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।