নেপালে প্লেন বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় ফখরুলের শোক

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ প্লেন বিধ্বস্তে অন্তত ৪০ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৫ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
আরও পড়ুন>> ৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত ৪০
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দুর্ঘটনায় শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন।
আরও পড়ুন>> নেপালে বিধ্বস্ত প্লেনে ছিল ১৫ বিদেশি যাত্রী
এর আগে এদিন সকালে ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি প্লেন কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিধ্বস্ত প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। এখনো উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
আরও পড়ুন>> ইউএস-বাংলা ট্র্যাজেডির পর এটাই নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনা
কেএইচ/ইএ/জিকেএস