সরকার হটাতে আন্দোলনের বিকল্প নেই: গয়েশ্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৪ জানুয়ারি ২০২৩

সরকার হটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় গয়েশ্বর বলেন, বর্তমান সরকার দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। মানুষের কথা বলার কোনো অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্টের শেষ নেই। দুর্নীতিতে এ সরকার শীর্ষে। জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। এ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে তাদের বিদায় করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। সবাইকে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনেই এ সরকারকে বিদায় করতে হবে।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, কাজী রওনকুল ইসলাম টিপু, যুবদলের গোলাম মওলা শাহীন প্রমুখ।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।