যাত্রাবাড়ী থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি সোমবার
সরকার পতনসহ ১০ দফা দাবিতে সোমবার (৩০ জানুয়ারি) পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। পূর্বঘোষিত চারদিনের এই কর্মসূচির দ্বিতীয় দিন রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পদযাত্রা শুরু করবে দলটি।
রোববার (২৯ জানুয়ারি) এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, যাত্রাবাড়ী থেকে দুপুর ২টায় দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হবে। পদযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আরও পড়ুন: যুগপৎ আন্দোলন মানুষের মধ্যে সাড়া ফেলেছে, দাবি ফখরুলের
আরও পড়ুন: পদযাত্রা দিয়ে বিএনপির নতুন আন্দোলন শুরু: ফখরুল
এ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সঞ্চালনা করবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু ।
কেএইচ/আরএডি/জেআইএম