দলের কথা ভেবেই পাঁচে সাকিব
জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করে যাচ্ছেন দলের অন্যতম সেরা খেলোয়াড় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে টি-টোয়েন্টিতে এ পজিশনে আগে খুব একটা খেলেননি তিনি। নিজের দুঃসময়ে দলের জন্যই পাঁচ নম্বরে সাকিব ব্যাট করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘সাকিবের ব্যাপারটা আসলে ওইখানে আমাদের একটা অভিজ্ঞ ব্যাটসম্যানের দরকার আছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দেখেন ওই কিন্তু ম্যাচটা বের করে এনেছে। ও আগে তিনে পারফর্ম করেছে এখন রুম্মান খেলছে সেও পারফর্ম করছে। ছয়েতো খেলছে না পাঁচে খেলছে। ও একটু অভিজ্ঞ বেশি তাই অকে ওইখানে খেলানো হচ্ছে। ওর জন্য একটু কঠিন হচ্ছে এটা সত্যি কথা। কারণ টি-টোয়েন্টিতে ও ওইখানে খেলেনি। আসলে দলের কথা ভেবেই ও ওই পজিশনে খেলছে।’
বেশকিছু দিন ধরেই ব্যাট হাতে দারুণ দুঃসময় কাটছে সাকিবের। কিন্তু সারা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় স্বাভাবিকভাবেই তার উপর দলের প্রত্যাশাটা অনেক বেশি। কিন্তু দলকে ধারাবাহিকভাবে হতাশ করে যাচ্ছেন তিনি। এদিন ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ, তখন সাকিবের কাছ থেকে বড় ইনিংসই আশা করেছিল দল ও ভক্তরা, কিন্তু ১৩ বলে ১৩ রান করে ফিরে যান তিনি।
আরটি/এসকেডি