নির্বাচনের প্রস্তুতি নিতে অঙ্গসংগঠনের সঙ্গে বসবে জাপার হাইকমান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) অঙ্গ, সহযোগী ও বিশেষ সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে দলের হাইকমান্ড। এ লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি শুরু হয়ে চলবে ১২ মার্চ পর্যন্ত। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কর্মসূচি ঘোষণা করেছেন।

জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জাগো নিউজকে বলেন, নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভোট নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হবে। রোজার আগে জাতীয় অন্যান্য কর্মসূচির পাশপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বসবো। রোজার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বসা হবে। মহাসচিব, কো-চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন>> হিরো আলমকে জিততে দেয়নি সরকার: জোনায়েদ সাকি

জানা গেছে, ধারাবাহিকভাবে অঙ্গ, সহযোগী ও বিশেষ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে পৃথক পৃথক দিনে এ মতবিনিময় হবে।

যেদিন যে দলের সঙ্গে বসবে হাইকমান্ড
১২ ফেব্রুয়ারি জাতীয় মহিলা পার্টির সঙ্গে মতবিনিময় দিয়ে কর্মসূচি শুরু হভে। পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় কৃষক পার্টি, ১৪ ফেব্রুয়ারি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, ১৫ ফেব্রুয়ারি জাতীয় ওলামা পার্টির নেতাকর্মীর সঙ্গে বসবে দলীয় হাইকমান্ড।

১৬, ১৯, ২০, ২৬ ফেব্রুয়ারি যথাক্রমে জাতীয় সাংস্কৃতিক পার্টি, জাতীয় মৎস্যজীবী পার্টি, জাতীয় তরুণ পার্টি ও জাতীয় ছাত্রসমাজের সঙ্গে মতবিনিময় হবে। ২৭ ফেব্রুয়ারি জাতীয় তাঁতি পার্টি ও জাতীয় হকার্স পার্টির সঙ্গে মতবিনিময় হবে।

আরও পড়ুন>> হিরো আলমের কাছেও সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় সরকার: ফখরুল

অন্যদিকে জাতীয় মোটর শ্রমিক পার্টি ও জাতীয় যুব মহিলা পার্টি ২৮ ফেব্রুয়ারি, জাতীয় পেশাজীবী সমাজ, পল্লীবন্ধু পরিষদ ও মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ১ মার্চ, জাতীয় শ্রমিক পার্টি ২ মার্চ, জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি ও জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি ৫ মার্চ, জাতীয় যুবসংহতি ৯ মার্চ ও জাতীয় আইনজীবী ফেডারেশন ১২ মার্চ সভায় অংশ নেবেন।

এসএম/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।