অমিতাভকে ব্যাট উপহার দিলেন গেইল


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

একজন কিংবদন্তি হয়েই আছেন। আরেকজন সেই পথেই হাঁটছেন। দুই ভুবনের দুই তারকা অমিতাভ বচ্চন ও ক্রিস গেইলের কথা বলছি। ভিন্ন দেশের হলেও আইপিএল খেলার সুবাদে ভারত নিয়ে গেইলদের আজকাল ভালোই জানা শোনা।

বলিউডের খোঁজ খবরটাও যে তারা বেশ ভালোই রাখছেন সেটা বুঝা গেল সম্প্রতি আমিতাভ বচ্চনকে গেইল একটি ব্যাট উপহার দেয়ায়। জানা গেচৈ, ভারতের কিংবদন্তি অভিনেতা বিগ বিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সেনসেশন ক্রিস গেইল নিজের অটোগ্রাফ করা একটি ব্যাট উপহার দিয়েছেন বিগ বিকে।

টুইটারে গেইল জানিয়েছেন, বিগ বির অভিনয় ও তার স্টাইল খুব পছন্দ তার। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে তিনি লিখেছেন, ‘অমিতাভ বচ্চনকে ব্যাট উপহার দিতে পেরে আমি গর্বিত। তার স্টাইল ও ছবিগুলো ভালো লাগে আমার। তিনি কিংবদন্তি।’

ব্যাটটি পেয়ে উচ্ছ্বসিত অমিতাভও। তিনি সেই উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘জনাব ক্রিস গেইল, কী সম্মানই না দিলেন! আপনি আমাকে চেনেন জানতাম না! উপহারটি পেয়ে আমি অভিভূত। অন্যদের মতো আমিও আপনার ভক্ত।’

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।