নতুন কর্মসূচিতে যাচ্ছেন গ্রামীণফোন কর্মচারীরা


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০১ মার্চ ২০১৬

‘সেলারি অ্যাডজাস্টমেন্ট’ এর আল্টিমেটামে কাজে না আসায় নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ‘গ্রামীণফোন সেলারি বাস্তবায়ন কমিটি’। মঙ্গলবারই নতুন কর্মসূচি আসতে পারে বলে জানিয়েছে কমিটির একজন সদস্য।

পূর্বনির্ধারিত ২৯ ফেব্রুয়ারির মধ্যে গ্রামীণফোন কর্মচারীদের ‘সেলারি অ্যাডজাস্টমেন্ট’ করতে ‘গ্রামীনফোন সেলারি বাস্তবায়ন কমিটির কর্মসূচির সঙ্গে একাত্মতার ঘোষণা দেয় গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইউ)।

সংগঠনটির সাধারণ সম্পাদক মিয়া মাসুদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আজ কর্মসূচি পালন করবো। গত নভেম্বর থেকে আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে ম্যানেজমেন্ট প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাৎসরিক বোনাস কমিয়ে দেয়া হয়েছে, ওভার টাইম দেয়া হয় না, চাইল্ড এডুকেশন ১০ বছর আগে যা ছিল এখনও তাই রয়ে গেছে। আমরা এসব বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে বসতে চাইলেও তারা আমাদের এ ব্যাপারে কোনো সহযোগিতা করছে না।

মাসুদ বলেন, সরকার ১২৩ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। এসব হিসাব করে আমাদের জীবনযাত্রার মান এবং প্রাপ্য অধিকারের বিষয়ে অবহিত করতে নতুন কর্মসূচি ঘোষণা করবে ‘গ্রামীণফোন সেলারি বাস্তবায়ন কমিটি’।

আরএম/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।