পাকিস্তান দলে পরিবর্তন চান নাজাম শেঠি
পিসিবি গভর্নিং বডির প্রধান নাজামা শেঠি
পাকিস্তান টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গভর্নিং বডির প্রধান এবং পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চেয়ারম্যান নাজামা শেঠি।
বুধবার এশিয়া কাপে বাংলাদেশের কাছে পাকিস্তানের ৫ উইকেটে হারের পর এ ইঙ্গিত দেন তিনি।
এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে এক টুইটার বার্তায় তিনি পিসিবিকে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আগামী ৬ মার্চ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ভারতে মুখোমুখি হবে বাংলাদেশ।
বিএ