সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না: মীর নাছির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০২ এএম, ০২ এপ্রিল ২০২৩

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, আওয়ামী সরকারের আয়ু শেষ হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণ রাজপথে নেমেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না।

শনিবার (১ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নগরীর নাছিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। সে কথা মুখফুটে বলারও সুযোগ নেই। যারা এই কথা প্রকাশ করছে তাদের বিরুদ্ধে মামলা হামলা হচ্ছে।

সমাবেশের প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক বলেন, অচিরেই এক দফার আন্দোলন শুরু হবে। তিনি নেতাকর্মীদের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি: বুলু

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, স্বৈরাচারী সরকার স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তাদের পদত্যাগে বাধ্য করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।

ইকবাল হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।