জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে জাতি দেশপ্রেমিক সন্তান হারালো: ন্যাপ
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বুধবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক শ্রেষ্ঠ সন্তান হারালো।
তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ও মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে চিকিৎসা সেবায় তার অবদান সমগ্র জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, গণতন্ত্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামী নায়ককে হারালো। স্বাধীনতা যুদ্ধের জীবন্ত নক্ষত্র আমাদের মধ্য থেকে হারিয়ে গেলো।
তারা বলেন, জাতির যেসব সূর্যসন্তান আজকের এ স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ গড়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের অন্যতম তিনি। ডা. জাফরুল্লাহ চৌধুরীর মুক্তিযুদ্ধে অসামান্য অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। দেশে রাজনীতির সুস্থধারা ফিরিয়ে আনতেও নিজের অবস্থান থেকে আওয়াজ তুলেছেন তিনি।
তার মৃত্যুতে যে ক্ষতি হলো, তা পূরণযোগ্য নয়। যতদিন বাংলাদেশের অস্তিত্ব বিরাজমান থাকবে ততদিন তিনিও জাতির অস্তিতে উজ্জল ইতিহাস হয়ে থাকবেন।
কেএইচ/এমআইএইচএস/জিকেএস