অপহৃত যুবক উদ্ধার : নারীসহ গ্রেফতার ৩
বগুড়ার কাহালু থেকে অপহৃত মানিক (৩৫) নামের এক যুবককে শিবগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আন্তঃজেলা অপহরণকারী চক্রের নারী দল নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার সংসারদীঘি গ্রাম থেকে অপহৃত মানিককে উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার পাঠান গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী মিনা খাতুন (৩০), একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইয়াকুব আলী (৫০), ধনকুচা গ্রামের সেলিম হাসানের ছেলে মাসুদ (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনার পুতুল ও নারীর লোভ দেখিয়ে রোববার বিকেলে নন্দীগ্রামের মিনা খাতুন নামের সংঘবদ্ধ চক্রের ওই মহিলা কৌশলে কাহালু উপজেলায় নিয়ে গিয়ে সেখান থেকে মানিককে অপহরণ করে। পরে তাকে শিবগঞ্জ উপজেলার সংসারদিঘী গ্রামে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। এরপর মিনার অন্যান্য সহযোগিরা মোবাইল ফোনে মানিকের পরিবারের কাছ এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় মানিকের কাছে থাকা নগদ ২০ হাজার টাকাও তারা হাতিয়ে নেয়।
এদিকে, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনাটি মানিকের পরিবারের লোকজন পুলিশকে জানায়। সোমবার সকালে পুলিশি তৎপরতায় অপহরণকারীরা মানিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন অপরহরণকারীকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে এ ঘটনায় মানিকের চাচাতো ভাই দেলোওয়ার হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অপহরণকারী দলের সদস্য। তারা বিভিন্ন সময় মানুষকে প্রলোভন দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে। এছাড়া তারা নকল স্বর্ণের মূর্তির ব্যবসা করে।
এআরএ/এবিএস