নয়াপল্টনে শর্তসাপেক্ষে মহিলা দলের র্যালি
শর্তসাপেক্ষে নয়াপল্টন এলাকায় র্যালি করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে তারা।
এর আগে অনুমতি না থাকায় র্যালি করা যাবে না বলে জানান পল্টন থানার ওসি মোরশেদ আলম। পরে গন্তব্যস্থল প্রেসক্লাবের পরিবর্তে নাইটেঙ্গেল মোড় থেকে ঘুরে নয়াপল্টনে পর্যন্ত করার কারণে অনুমতি দেয় পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক নয়াপল্টনে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা জাগো নিউজকে বলেন, প্রেসক্লাবে মহিলা লীগের প্রোগ্রাম রয়েছে তাই প্রথমে অনুমতি দেয়া হয়নি।
পরবর্তীতে র্যালির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে র্যালিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী।
এমএম/জেএইচ/পিআর