বগুড়ায় যুবদল কর্মী গ্রেফতার : অস্ত্র উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়ায় গ্রেফতারকৃত যুবদল কর্মীর স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। যুবদল কর্মী রবিউল ইসলাম (৩৫) দুপচাঁচিয়া পৌর-শহরের পাইকপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবদল কর্মী রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে গোয়ালঘর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রবিউলের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
এআরএ/এবিএস