রায় দ্রুত কার্যকরের দাবি আওয়ামী লীগের


প্রকাশিত: ১১:১৩ এএম, ০৮ মার্চ ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ আপিল বিভাগ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার আওয়ামী লীগ নেতারা তাদের প্রতিক্রয়ায় বলেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হলো সর্বোচ্চ আদালতের ন্যায় বিচারকে কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। তারা মীর কাসেম আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন। আপিলের রায়ে বলা হয়, আসামিপক্ষের আনা আপিল আংশিক মঞ্জুর করা হয়েছে। প্রসিকিউশন আনীত অভিযোগের মধ্যে ৪, ৬ ও ১২ নং অভিযোগ থেকে মীর কাশেম আলীকে খালাস এবং ২, ৩, ৭, ৯, ১০, ১১ ও ১৪ নম্বর অভিযোগে মীর কাশেম আলীকে ট্রাইব্যুনালে দেয়া দণ্ড বহাল রাখা হয়েছে।

এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এ রায় জাতির প্রত্যাশিত রায়। সর্বোচ্চ আদালতের এই রায়ে পুরো জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। প্রত্যাশিত এই রায় দ্রুত কার্যকর করে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।

তিনি বলেন, এই রায়কে কেন্দ্র করে কয়েকদিন ধরে যে বিতর্ক চলছে তা এই রায়ের ওপর কোনো প্রভাব ফেলেনি। মীর কাসেম আলীর সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন খতিয়ে দেখা হবে বলেও জানান হানিফ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেম আলীর সর্বোচ্চ আদালতে বহাল রাখা ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সকল শহীদ পরিবারের সদস্যরা ও সকল জনগণ শুকরিয়া আদায় করছে। বাংলার মানুষ ন্যায় বিচার পেয়েছে। এই কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাশেমের ফাঁসির রায় ঠেকাতে জামায়েত-শিবিরের সকল প্রকার প্রয়াস আজ ব্যর্থ হয়েছে।

এএসএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।