পুলিশ ফুটবলে চ্যাম্পিয়ন ডিএমপি


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৮ মার্চ ২০১৬

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫ চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে খুলনা রেঞ্জ ও ডিএমপির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ডিএমপি খুলনা রেঞ্জকে ৬-০ গোলে পরাজিত করে।

ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ পুলিশ ক্রিড়া পরিষদের সভাপতি এ কে এম শহীদুল হক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, শেখ হিমায়েত উদ্দিন (সিআইডি), সিদ্দীকুর রহমান (এপিবিএন), ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে আইজিপি বলেন, ফুটবল ও ক্রিকেট বাংলাদেশের খুবই জনপ্রিয় খেলা। এই খেলায় পুলিশ বিভাগ যেন আরো ভাল করতে পারে সে জন্য সব কিছুই করা হচ্ছে।

তিনি বলেন, আমি ডিএমপি কমিশনারসহ সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছি যারা খেলোয়াড় পুলিশ সদস্য তাদের যেন ডিউটি কম দেয়া হয়। আবার তারা যেন অযথা ঘোরাঘুরি না করে ফিটনেসের ক্ষতি না করে।

মোখলেছুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ খেলাধুলাকে অধিক গুরুত্ব দিচ্ছে। আশা করছি আমরা খুব দ্রুত প্রিমিয়ার লিগেও খেলতে পারবো।

জেইউ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।