বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার : নোমান


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৪

খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলায় দণ্ডিত করে সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর ভিআইপি টাওয়ারস্থ নিজ বাসভবনে রাউজান উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
নোমান বলেন, বিএনপি গণ-মানুষের দল। সাধারণ জনগণই বিএনপির আন্দোলনের চালিকা শক্তি। তাই সাংগঠনিক কর্মকাণ্ডে সাধারণ জনগণ এবং তৃণমূল নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করতে হবে।
 
এ সময় তিনি সরকার পতন আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফি কমান্ডারের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান জসিমের পরিচালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন- রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এহসানুল হক হাসান, আবুল কালাম আজাদ, মোসলেহ উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, উপজেলা বিএনপি নেতা আবু তাহের সওদাগর, মোহাম্মদ শওকত আলী, ফারুক চেয়ারম্যান, ফারুক মাস্টার, রফিকুল ইসলাম, শামসুল হক বাবু, মোহাম্মদ নাছির উদ্দিন, আহমদ ছাফা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।