কূটনীতিকদের আন্তর্জাতিক মানের নিরাপত্তা চাই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৮ মে ২০২৩

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ‘কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাই। কূটনীতিকরা যেন আমাদের দেশে নিরাপদে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে প্রেসিডিয়াম সদস্য ও পার্টির সংসদ সদস্যদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি হ-য-ব-র-ল হতে পারে। রাজনীতির মাঠে কী যে হয়, আমরা কেউই জানি না। এমন বাস্তবতায় সরকার ও বিরোধী দলের সবাই ঝুঁকিতে আছেন। তাই রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে দল সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, তারাই বিপদগ্রস্ত হবে। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে ভয়াবহ পরিণতি হবে।’

দেশের নির্বাচন ব্যবস্থার ওপর দেশের মানুষের আস্থা নেই জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, আওয়ামী লীগের এক মেয়র প্রার্থী ঘোষণা করেছেন তিনি কত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন। পাশাপাশি কোন প্রার্থী কত ভোট পাবেন, তিনিও সেটি বলে বেড়াচ্ছেন। সিটি করপোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীরা শেষ পর্যন্ত লড়াই করবে। আমরা জয়ী হতেই নির্বাচন করবো। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সিটি নির্বাচনে আমাদের প্রার্থীরা ভালো ফলাফল করবেন।’

জাপা চেয়ারম্যান বলেন, জনগণের সামনে আমাদের রাজনীতি পরিষ্কার করতে চাই। আমরা কোনো দলের বি-টিম নয়। নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সঠিক রাজনীতি করতে হবে। নির্বাচনের মাঠে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। জাতীয় পার্টির ঐক্য বিনষ্ট করার শক্তি কারও নেই।

সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি রাজনীতির মাঠে বিকল্প শক্তি হিসেবে আছে। অনেকেই বলেছেন, এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে। কিন্তু জাতীয় পার্টি এখনো অনেক শক্তিশালী। ইন্ধন আছে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকেই জাতীয় পার্টি থেকে বের হয়ে গেছেন, তারা কেউই কিছু করতে পারেননি।

এসএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।