জানালেন জিএম কাদের

দুটি কারণে সব সিটি নির্বাচনে অংশ নিচ্ছে জাপা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২২ মে ২০২৩

আগামী ২৫ মে থেকে ২১ জুন পর্যন্ত দেশের পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) অংশগ্রহণের দুটি কারণ উল্লেখ করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, আমরা দুটি কারণে সব সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি। প্রথমত, আমরা দেখতে চাই মাঠ পর্যায়ে আমাদের শক্তি ও জনসমর্থন কতটা। দ্বিতীয়ত, নির্বাচন কেমন হচ্ছে তা দেশের মানুষকে দেখাতে চাই। দেশের মানুষ যেন বর্তমান নির্বাচন ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।

সোমবার (২২ মে) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর দেশের সাধারণ মানুষের আস্থা নেই। এমনকি রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই।

নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ মনে করে বর্তমান ব্যবস্থায় সরকারের ইচ্ছেমতো নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব। ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যখন যারাই ক্ষমতায় ছিল তারাই নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। একসময় কেয়ারটেকারের দাবি উঠেছে। কেয়ারটেকার সরকার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। আমরা সেই নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিরোধিতা করেছি।

জাপা চেয়ারম্যান বলেন, কেয়ারটেকার ইস্যুতে কখনো আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে আন্দোলন করেছে। একই দাবিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলন করেছে। এখন বিএনপি আবার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। আমরা মনে করি, নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে। নির্বাচনে জনগণের রায়ের যেন বিশ্বাসযোগ্য প্রতিফলন হয়। সাধারণ মানুষের দাবি, নির্বাচন নিয়ে যেন কোনো বিতর্কের সৃষ্টি না হয়।

এসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।