ট্রলির ধাক্কায় ছেলে নিহত : বাবা আহত
সাতক্ষীরার দেবহাটায় ট্রলির ধাক্কায় শিশু রায়হান (৭) নিহত হয়েছে। এসময় শিশু রায়হানের বাবা আশরাফুজ্জামান আহত হন। আশরাফুজ্জামান দেবহাটার সখিপুর এলাকার প্রভাষক আশরাফুজ্জামানের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার সন্যাসীচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, প্রভাষক আশরাফুজ্জামান তার ছেলেকে মোটরসাইকেলে নিয়ে নলতায় যাচ্ছিলেন। পথিমধ্যে সন্যাসীরচর এলাকায় একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে দুইজনই আহত হন।
পরে তাদের সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রায়হানকে মৃত্যু ঘোষণা করেন।
এআরএ/এবিএস