শুক্রবার মির্জা ফখরুলের করোনা পরীক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০২ এএম, ২৫ মে ২০২৩
ফাইল ছবি

করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নমুনা পরীক্ষা করা হবে শুক্রবার (২৬ মে)।

বুধবার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, আজ স্কয়ার হাসপাতালে গিয়েছিলাম মহাসচিবের শারীরিক খোঁজ নেওয়ার জন্য। সাক্ষাৎ করার সুযোগ নেই, কোভিড ব্লকে চিকিৎসাধীন।

আরও পড়ুন>> ফের করোনা আক্রান্ত ফখরুল

তিনি বলেন, চিকিৎসকের কাছে থেকে জেনেছি শুক্রবার মির্জা ফখরুলের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।