ফের করোনা আক্রান্ত ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৩ মে ২০২৩
ফাইল ছবি

তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় মির্জা ফখরুল করোনা পজিটিভের রিপোর্ট পেয়েছেন। তিনি সোমবার দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন।

এ নিয়ে তিনি তিনবার করোনা আক্রান্ত হলেন। মির্জা ফখরুল করোনা টিকার চারটি ডোজ গ্রহণ করেছেন বলেও জানান শায়রুল কবির খান।

আরও পড়ুন>> ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

এর আগে গত বছরের ২৫ জুন সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। সেসময় তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে ছিলেন।

তারও আগে ওই বছরের ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হন বিএনপি মহাসচিব।

কেএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।