জাপা মহাসচিব
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ভালো, নতুন ভিসানীতিকে অ্যাপ্রিশিয়েট করি
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে জাতীয় পার্টির (জাপা) কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি মনে করেন, ভালো উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র ভিসানীতি করেছে। এটিকে জাতীয় পার্টি অ্যাপ্রিশিয়েট করছে।
বৃহস্পতিবার (২৫ মে) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে জাপা মহাসচিব এমন অভিমত জানান। এদিন দুপুর পৌনে ১২টা থেকে পৌন ২টা পর্যন্ত রাজধানীর গুলশানে রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় এ বৈঠক হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দুজন করে নেতা অংশ নেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমেরিকান ফরেন মিনিস্টার ভিসাবিষয়ক নতুন যে ঘোষণা দিয়েছেন, সেটা জানানোর জন্য এ বৈঠক ডাকা হয়। বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে ভিসানীতি, এটা আমাদেরকে উনি (রাষ্ট্রদূত) আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আমাদের মতামত কী, সেটাও জানতে চেয়েছেন তিনি।’
বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আন-অফিসিয়াল কিছু কথা-বার্তা হয়েছে জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘বৈঠকের মূল বিষয়টা হলো- বাংলাদেশের জন্য আমেরিকার নতুন ভিসানীতি। তারা তিনটি দলকে ডেকেছেন। প্রতিক্রিয়ায় আমি বলেছি, এটা (ভিসানীতি) ঠিক আছে। এটা আমেরিকা সরকারের নিজস্ব বিষয়। তারা কী পলিসি করবেন, সেটা তাদের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো রকম আপত্তিও নেই, অবজেকশনও নাই। তাদের (যুক্তরাষ্ট্র) উদ্দেশ্য ভালো। তারা এটা করেছেন যেন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়। এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি।’
আরও পড়ুন>> ভিসানীতি নিয়ে আ’লীগ-বিএনপি-জাপার সঙ্গে পিটার হাসের বৈঠক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে থাকাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। মোটামুটি কোনো গোলমাল নেই। প্রশ্ন ওইটাই আরকি...মেশিনে (ইভিএমে) কিছু করা হয় কি না। এছাড়া নির্বাচন সুষ্ঠ হচ্ছে।’
এদিকে, বৃহস্পতিবার দুপুরের এ বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এছাড়া জাপার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল।
অন্যদের মধ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন, পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার (২৪ মে) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশের জন্য আলাদাভাবে ভিসানীতি ঘোষণার বিষয়টি জানানো হয়। এতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসএম/এএএইচ/জেআইএম