জনগণ এখন শুধু হাসিনার পতন চায়: আলাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৮ মে ২০২৩

আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের কথা দেশের জনগণ আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, দেশের জনগণ এখন চায় শুধুই শেখ হাসিনার পতন।

রোববার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আন্দোলনরত বিরোধীদলের ওপর জুলুম, নির্যাতন, হামলা, মামলা, গ্রেফতার বন্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন>> সরকারের পতন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: মান্না

সমাবেশে আলাল বলেন, ১০ টাকা কেজি চালের প্রতিশ্রুতি এখন কততে দাঁড়িয়েছে? দেশের মানুষের সুস্বাস্থ্য কামনা করে লাভ নেই, কারণ এ সরকারকে হটিয়ে বাজার নিয়ন্ত্রণ না করা পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করা যাবে না। এ সরকারের কাছে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি করে লাভ নেই। আওয়ামী লীগের এখনো সময় আছে। আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই, এদের হাতিয়ার হচ্ছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগ তৈরি হয়েছে আওয়ামী লীগ তৈরি হওয়ার এক বছর আগে। ছাত্রলীগের ধর্ষণ, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন এবং নানাবিধ কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ এখন তাদের নাম হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, আমাদের পাশে একদল নামধারী বীর মুক্তিযোদ্ধা চেঁচামেচি করছেন, এদের নাম দেওয়া হয়েছে চেঁচামেচি লীগ। চেঁচামেচি লীগের মতো কর্মকাণ্ড না করে কীভাবে আওয়ামী লীগের পতন ঘটানো যায় সেই লক্ষ্যেই কাজ করে যেতে হবে। এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করে সাংবাদিকদের মুখ বন্ধ করে যত অপকর্ম, কুকর্ম করা শুরু করেছে। দুর্নীতি, লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে। আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের কথা দেশের জনগণ আর শুনতে চায় না। দেশের জনগণ এখন চায় শুধুই হাসিনার পতন।

আরও পড়ুন>> সোমবার থেকে বিএনপির নতুন কর্মসূচি

প্রগতিশীল গণতান্ত্রিক দলের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শামসুল আলমসহ অন্যরা।

কেএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।