ফের ডিএমপিতে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৬ জুন ২০২৩

১০ জুন কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার পরিচালক (প্রচার ও মিডিয়া) আশরাফুল আলম ইমন এ তথ্য জানান।

আরও পড়ুন: কর্মসূচির অনুমতি নিতে গিয়ে ডিএমপিতে আটক ৪ জামায়াত নেতা

তিনি বলেন, আজ বিকেলে আগামী ১০ জুনের সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যাবে। প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে প্রেসব্রিফিং করবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে গত ৫ জুন সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হয়। কর্মদিবসের (ওয়ার্কিং ডে) কথা বলে ডিএমপি কমিশনার আবেদনটি নাকচ করে দেন।

আরও পড়ুন: জামায়াতের চার নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

এরই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী শনিবার (১০ জুন) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশ ও মিছিলের আবেদন নিয়ে ডিএমপি কার্যালয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

কেএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।