হামদর্দের আয়-ব্যয়ের হিসাব তথ্য কমিটিতে উপস্থাপনের সুপারিশ


প্রকাশিত: ০৪:১২ এএম, ১৮ মার্চ ২০১৬

হামদর্দের বিগত বছরসহ বর্তমান বছরের আয় ব্যয়ের পরিমাণ, সরকারি কোষাগারে জমাকৃত অর্থের হিসাব এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তথ্য কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

স্থায়ী কমিটি গঠিত ১নং সাবকমিটির সদস্যরা সম্প্রতি হামদর্দ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সভাপতিত্ব করেন সাবকমিটির আহ্বায়ক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি। সাবকমিটির সদস্য সাংসদ হাবিবুর রহমান মোল্লা, সাংসদ মোহাম্মদ আমির হোসেন এবং সাংসদ দিলারা বেগম অংশগ্রহণ করেন।

বৈঠকে হামদর্দের পক্ষ থেকে যাবতীয় তথ্যাদি কমিটির নিকট উপস্থাপন করা হয়।

কমিটির সদস্যরা হামদর্দের কার্যাবলির প্রশংসা করে বলেন, হামদর্দ উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তারা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।