হাসিনার ছেলেকে বাঁচাতেই গভর্নরকে বলির পাঁঠা বানানো হয়েছে


প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৯ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ব্যাংকের টাকা চুরির বিষয়টি গভর্নর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই জানতেন। তিনি (প্রধানমন্ত্রী) ছেলেকে বাঁচাতে গভর্নরকে বলির পাঁঠা বানিয়েছেন।

শনিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সমাপনী অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে একটি নির্বাচন হবে, আর সেটি হবে শেখ হাসিনাকে বাদ দিয়ে।

এর আগে কাউন্সিলরদের কণ্ঠ ভোটে পুনরায় বিএনপি চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।