মানিকগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
মানিকগঞ্জ জেলা কারাগারের আলী হোসেন চতু (৪০) নামে এক কয়েদি মারা গেছেন। রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে।
চতু মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার আনসার আলীর ছেলে।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার আবু মুসা জানান, সদর থানার একটি মাদক মামলার আসামি হয়ে মাস তিনেক ধরে হাজত বাস করছেন চতু। রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিষাণ সরকার দিলীপ জানান, চতু হৃদরোগে আক্রান্ত হলে এখানে অচেতন অবস্থায় ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরে মারা যান তিনি।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বি.এম খোরশেদ/এসএস/আরআইপি