কোহলিকে শুভেচ্ছা জানালেন আনুশকা


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২০ মার্চ ২০১৬

খেলার বাইরের সময়টা ভালো যাচ্ছে না বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির। বলিউড অভিনেত্রি আনুশকার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর বেশ একা জীবন কাটাচ্ছেন তিনি; কিন্তু মাঠের খেলায় ধরে রেখেছেন নিজের বিধ্বংসী ফর্ম।

অনেকদিন পর আবার আলোচনায় আসলো কোহলি-আনুশকা জুটি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করে জেতানোর পর কোহলিকে শুভেচ্ছা বার্তা পাঠান আনুশকা। তাদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে কথা বলছেন না কেউ। তবুও সবাই জানে তাদের ভেতর ছাড়াছাড়ি হয়েছে।

এতদিনের সম্পর্ক চাইলেই কি ভোলা যায় সহজে? হঠাৎ খবর আসে সব মিটিয়ে নিতে চাইছেন দুজনেই। যদিও খবরের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। কিন্তু, বিরাটের কথা যে ভোলেন নি অনুশকা,  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাক ম্যাচের পরেই সেটাই আবার সামনে এল। খেলা শেষ হতেই জয়ের নায়ক বিরাটকে শুভেচ্ছা বার্তা পাঠালেন তিনি। শুভেচ্ছা বিনিময় নতুন কোনও সমীকরণ তৈরি করে কি না, সেটাই এখন দেখার।
 
আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।