খালেদার বক্তব্য বিকৃত করে জাতিকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ
দলের ষষ্ঠ কাউন্সিলে দেয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য আওয়ামী লীগ বিকৃত করে জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়ার বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি ধ্বংস করে দিচ্ছে, আমরা কি বেরিয়ে আসতে পারিনা’ তিনি এমন বক্তব্য দিয়েছিলেন।
‘নির্বাচনে অংশ নেবেন তবে হাসিনার অধীনে নির্বাচন হবে না’ খালেদা জিয়ার বক্তব্য এমন ছিল। কিন্তু তার বক্তব্যের ভুল ব্যাখা দিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন ফখরুল।
তিনি বলেন, রাজনীতি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনার আহ্বানে সাড়া না দিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের মন্ত্রী এমপিদের এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান ফখরুল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারের এমপি মন্ত্রীরা সব সময় বিষেদাগার করছেন। প্রতিহিংসা থেকে রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে এমন বক্তব্য দিচ্ছেন।
প্রতিহিংসা পরায়ন না হয়ে খালেদা জিয়ার বক্তব্য গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান ফখরুল।
এমএম/একে/এমএস