টেকনাফে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২২ মার্চ ২০১৬

টেকনাফ সদরের ১ নম্বর ওয়ার্ডের লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে ১২ পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ১৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল হোসেন রাজু ও ওমর হাকিম এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে সংঘর্ষ চলার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষ ঘটেছে তা কেউ সঠিকভাবে জানাতে পারেননি। বাইরে সংঘর্ষ চললেও ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নুরুল আলম দ্বীন জানান, গুরুতর আহত ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন সংঘর্ষের খবর শুনেছেন উল্লেখ করে বলেন, আমাদের লক্ষ্য নির্ধারিত সময়ে নির্বাচন শেষ করা। কেন্দ্রের বাইরে কারা কী করছে তা দেখার বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা সে ব্যবস্থা নিচ্ছে। সেখানে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। জেলার অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।